কুষ্টিয়া সদর উপজেলার ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচি তদারকির অংশ হিসেবে আজ ২৫/০১/২০১৭ খ্রিঃ তারিখ উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকার পুনর্বাসিত ভিক্ষুকদের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় ইতিপূর্বে পূনর্বাসিত ভিক্ষুকদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হওয়ায় ৪জন ভিক্ষুককে ভিজিডি, ৩জন ভিক্ষুককে প্রতিবন্ধিভাতা প্রদান করা হয়। এছাড়া ১জন ভিক্ষুককে দোকান করে দেয়ার জন্য নির্বাচন করা হয় এবং ১জন ভিক্ষুককে তাৎক্ষনিকভাবে বৃদ্ধাশ্রমে পূনর্বাসিত করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ভিক্ষুকদের সকল প্রকার সরকারী ও উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন। উক্ত তদারকি কার্যক্রমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা,কুষ্টিয়া সদর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,কুষ্টিয়া সদর, উপজেলা সমবায় কর্মকর্তা,কুষ্টিয়া সদর, উপজেলা ডিজিটাল সেন্টার,কুষ্টিয়া সদর এর উদ্যোক্তা,উজানগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পারিচালক ( উদ্যোক্তা) জুয়েল,ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস